Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মসৃজন প্রকল্প শুরুতেই লুটপাট

ইসলামপুরে কর্মস্থলে শ্রমিকদের উপস্থিতি কম

ফিরোজ খান লোহানী, ইসলামপুর (জামালপুর) থেকে | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

জামালপুরের ইসলামপুরে ২০২১-২২ অর্থ বছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শুরুতেই নানা অনিয়ম অভিযোগের মধ্য দিয়ে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিরা।
জেলার ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নের ৬০টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৮শ’ ১৪ জন শ্রমিক দিয়ে কাজ করার কথা। দৈনিক মজুরী শ্রমিক প্রতি ৪শ’ টাকা হারে মজুরী পাবেন। প্রকল্পের মোট বরাদ্দ ৪ কোটি ৫০ লাখ ২৪ হাজার টাকা ও নন ওয়েজ কষ্ট প্রকল্পের ২০ লাখ ৬৬ হাজার ৯১৫ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
জানা যায়, গত ২০২১ সালের ২০ ডিসেম্বর শ্রমিক নির্বাচন করে ২৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের জবকার্ড বিতরণ করে ১ জানুয়ারি থেকে এলাকায় সাইনবোর্ড টাঙ্গিয়ে প্রকল্পের কাজ শুরু করার কথা।
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের ৮টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পেই তালিকাভূক্ত শ্রমিক দেখা যায়নি। মহলগিরী বাচ্চু মিয়ার বাড়ি হতে মহলগিরী পূর্বপাড়া, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত তালিকায় ৫০ জন শ্রমিক থাকার কথা থাকলেও সেখানে উপস্থিত পাওয়া যায় মাত্র ১১ জন। এ ব্যাপারে প্রকল্পের সভাপতি আমিনুল মেম্বারকে জিজ্ঞাসা করলে তিনি তার কোন সদোত্তর দিতে পারেনি। সাংবাদিকদের বলে আপনারা আসছেন দেখে চলে যান-পরে দেখা করবো। অনুরূপভাবে বোলাকীপাড়া বাজার হতে টুংরাপাড়া বড় মসজিদ হয়ে খেয়াঘাট পর্যন্ত রাস্তা মেরামত এখানে শ্রমিক ৪৫ জনের মধ্যে ১৭ জনকে পাওয়ায় গেছে।
ইসলামপুর মোহাম্মদপুর পাকা রাস্তা জাফরের বাড়ি হতে দেলোয়ারের বাড়ি পর্যন্ত প্রকল্পের শ্রমিক ৪০ জনের মধ্যে ২৩ জন পাওয়া গেছে।
প্রকল্পের সভাপতি গোলাম মোস্তফা বলেন, গত ১৫ জানুয়ারি কাজের নির্দেশনা থাকলেও শ্রমিকদের তালিকা সঠিক সময়ে করতে না পারায় আমি আজ কাজ ধরেছি। সভারচর নইদে বাড়ি থেকে কারীপাড়া ঈদগাঁহ মাঠ রাস্তা নির্মাণে ৩৭ জন শ্রমিকের মধ্যে ১৭ জন শ্রমিকের উপস্থিত দেখা গেছে। এলাকাবাসীর অভিযোগ সবকটি প্রকল্পের শ্রমিক উপস্থিতি খুবই কম। এ যেন প্রকল্প লুটপাটের উৎসব চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ