প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোনোরকম কাটাছেড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমা ‘ভাইয়ারে ’। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন বলে জানান পরিচালক। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘ভাইয়ারে’ দেখে আমি কেঁদে ফেলেছি। অভিনেতা রাসেল মিয়ার অভিনয়ে আমি কাঁদতে বাধ্য হয়েছি। এছাড়া এলিনা শাম্মি, জারা, সাখাওয়াত সাগর, বড়দা মিঠু, সিমান্তসহ সকলেই অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। অভিনয় করছেন রাসেল মিয়া, এলিনা শাম্মি, সাখাওয়াত সাগর, যারা, সিমান্ত আহমেদ, বর্দা মিঠু, শবনম পারভিন, পীরজাদা হারুন, সুজনরাজা সহ আরও অনেকে। সিনেমাটির কাহিনি সংলাপ গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের। সঙ্গীত পরিচালনা করেছেন প্লাবন কোরোশি। আবহ সঙ্গীত করেছেন আশিকুজ্জামান অপু। এতে গান রয়েছে তিনটি। সিনেমাটি প্রযোজনা করেছে ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। হসপিটালের কর্ণধার মো. ফখরুল হোসেন জানান, শিঘ্রই সিনেমাটি দেশ ও দেশের বাইরে একযোগে মুক্তি দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।