Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ বছর পর শিরোনামহীনের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

শ্রোতাপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন দীর্ঘ ৯ বছর পর নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘পারফিউম’। ৮টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর মধ্যে ৭টি গানের ভিডিও ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। গানগুলো শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। এটি দলটির ৬ষ্ঠ অ্যালবাম। অ্যালবামের শেষ গান পারফিউমের মিউজিক ভিডিওটি বিভিন্ন লোকেশনে ভিন্ন আঙ্গিকে করা হয়েছে। এ প্রসঙ্গে শিরোনামহীনের প্রধান ভোকাল জিয়াউর রহমান বলেন, ব্যয়বহুল মিউজিক ভিডিওর পেছনে গত আড়াই বছর পরিশ্রম করেছি। এটাকে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মিউজিক ভিডিও বলা যায়। যেখানে গ্রিক মিথোলজি নিয়ে নির্মিত গানে শিরোনামহীন সদস্যদের স¤পূর্ণ ভিন্ন আউটলুকে উপস্থাপন করা হয়েছে। গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য এ রকম স্ক্রিনপ্লে করা হয়েছে। নতুন এই অ্যালবামের গানগুলোর ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বাংলাদেশের প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান কে ওয়াই স্টিল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ব্যান্ড প্রধান জিয়াউর রহমান। জিয়াউর রহমান জানান, আমরা গানে পাশ্চাত্যের উদ্ভ‚ত মি টু মুভমেন্টের একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। ভিক্টিম বেøমিং একটি সমসাময়িক সমস্যা। তিনি জানান, সবগুলো গান একসঙ্গে করে শিঘ্রই অ্যালবাম আকারে প্রকাশ করা হবে। উল্লেখ্য, শিরোনামহীনের সর্বশেষ প্রকাশিত একক অ্যালবাম ‘শিরোনামহীন’ ২০১৩ সালে প্রকাশিত হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ