Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারভেলের নতুন সুপারহিরো মুন নাইটের ভূমিকায় অস্কার আইজাক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

মারভেল স্টুডিও ডিজনি প্লাসের জন্য নির্মিত ‘মুন নাইট’ সিরিজের প্রথম ট্রেইলার লঞ্চ করেছে। মুন নাইট নামের এই সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেছেন অস্কার আইজাক। অনেকেই হয়তো জানেন আইজাক ‘দি এক্স-মেন : অ্যাপোক্যালিপ্স’ ফিল্মে ভিলেন এন সাবা নুর/অ্যাপোক্যালিপ্সের ভূমিকায় অভিনয় করেছিলেন; ভারি প্রস্থেটিকের আড়ালে তাকে ঠিক চেনা যাবার কথা নয়। তবে এবার তাকে চেনা যাবে মার্ক স্পেক্টর/ মুন নাইটের ভূমিকায়। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্তর্ভুক্ত ষষ্ঠ সিরিজ; প্রিমিয়ার হবে ৩০ মার্চ শুধু স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। একাধিক ব্যক্তিত্বের পরিচয় ধারণ করা তার ক্ষমতা মিশরি চন্দ্রদেব খোনসুর রূপ ধরতে সক্ষম সে। মার্ক স্পেক্টর তার বহুসত্তা নিয়ে খুব স্বচ্ছন্দ নয়, নতুন এই পরিচয়ে তার উদ্বেগ আরও বেড়ে যায়। ট্রেইলারে দেখা যায় মার্ক এক সময় তার বাস্তবতা আর স্বপ্নের মাঝে পার্থক্য করতে পারে না। সে এক সময় নিজের মধ্যে খোনসুকে আবিষ্কার করে এবং ভিলেন আর্থার হ্যারোর মুখোমুখি হয়; এক পথভ্রষ্ট দলের নেতা হ্যারোর ভূমিকায় অভিনয় করেছেন ইথান হক। ডিজনি প্লাসে মারভেলের অন্যান্য সিরিজের সঙ্গে এটির অমিল হল- এটি পুরনো কোনও ফিল্মের উপর ভিত্তি করে নির্মিত হয়নি। এটি একেবারে নতুন। এই সিরিজের ¯্রষ্টা জেরেমি ¯েøটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ