Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে তিনকেজি ওজনের অজগর সাপ উদ্ধার!

ঝিনাইগাতী(শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৪:৩৪ পিএম

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া মধ্যপাড়া থেকে আজ মঙ্গলবার তিনকেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে । জানা গেছে ওই এলাকায় ভেকু দিয়ে মাটি উত্তোলনের সময় অজগর সাপটি গর্ত থেকে বের হয়ে খোলা জায়গায় আসার চেষ্টা করলে এলাকাবাসীর চোখে পড়ে । পরে শরাফত আলীর চতুর ছেলে রাসেল রানার সু কৌশলে সাপটি বস্তায় বন্ধি করে ফেলে। আজ সকালে ঝিনাইগাতী বাজারে প্লাষ্টিকের বস্তায় ভরে সাপটি নিয়ে আসলে দেখার জন্যে উৎসুক জনতার ভিড় জমে । পরে বনবিভাগে খবর দিলে তাওয়াকুচা বিট কর্মকর্তা মুকরুল ইসলাম সাপটি নিতে আসে । তার নিকট বনে অবমুক্ত করার জন্যে রাসেল রানা অজগর সাপটি হস্তান্তর করেন । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো. ফারুক আল মসুদ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ