Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় ছাত্রদলের অনশনে ধাওয়া-পাল্টা ধাওয়া

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৪:২৯ পিএম

বগুড়ায় ছাত্রদলের অনশনে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বগুড়ায় শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা ছাত্রদলের অনশনকালে বাধাকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জেলা ছাত্রদল ও ছাত্রলীগ পরষ্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খোকন পার্কে শাবির ভিসির পদত্যাগের দাবিতে সকাল ৯টা থেকে অনশন কর্মসূচি চলছিল। দুপুর সোয়া একটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পার্কে ঢুকে অতর্কিতে ধাওয়া করেন। ওই সময় আমাদের ছেলেরা সেটি প্রতিহত করে।
আবু হাসান বলেন, আমরা তো শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। ওরা অতর্কিতে কেন ধাওয়া করতে আসলো। পরে আমরা আমাদের দলীয় কার্যালয়ে চলে এসেছি।
অপরিকে ধাওয়ার বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, আমাদের কয়েকজন নেতাকর্মী খোকন পার্কের কোনায় চা পান করছিলেন। এমন সময় তাদের ওপর অর্তকিতে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।
তিনি আরও জানান, আমরা সে সময় সাতমাথায় ছিলাম। ঘটনা শোনার পরপরই আমরা সেখানে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছাত্রদলের নেতাকর্মীরাই আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে।
ঘটনা নিশ্চিত করে বগুড়া সদর থানার তদন্ত পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে ধাওয়ার ঘটনা হয়। পরে পরিস্থিতি শান্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ