Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সোনাগাজীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ সদর ইউপি যুবলীগের এক কর্মিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃত নুর ইসলাম রাসেল (৩৪) উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়ির আব্দুল করিমের ছেলে। ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোররাতে সোনাগাজী উপজেলার চর খোয়াজ গ্রামের মাঝি বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। ওই সময় তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি দু’টি এলজি, একটি একনালা বন্দুক ও একটি বড় রামদা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, সোমবার সকালে অস্ত্রআইনে মামলা রুজু করে রাসেলকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন জানান, রাসেল তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন পলাতক ছিল। ইউপি নির্বাচনে তাকে ব্যবহার করেছে এক চেয়ারম্যানপ্রার্থী। সে চুরি ডাকাতি ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার গ্রেপ্তারের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ