Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় গর্ভকালীন ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নাটোরের সিংড়ায় শিশু, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা এবং কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার উপায় বিষয়ে তিন দিনের নিবিড় প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার শেষ হয়েছে। ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেসের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলার সরকারি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ এসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার এসিস্ট্যান্টসহ স্বাস্থ্য বিভাগের ১৫০জন সার্ভিস প্রোভাইডার পাঁচটি ব্যাচে পর্যায়ক্রমে তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহন করেন। মেডিকেল অফিসার, নার্স, সাব-এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, হেলথ ইন্সপেক্টর এবং এসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর সহযোগে স্বাস্থ্য বিভাগের ৩০ জন সুপারভাইজারের পাঁচদিনের প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ প্রদানকারী ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস এর ডিস্ট্রিক্ট ট্রেইনার ডা. সানজিদা হক রুম্পা বলেন, প্রশিক্ষণে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশু, গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মা এবং কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার উপায় বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অপর প্রশিক্ষক ডা. সাদিয়া আফরিন বলেন, সংশ্লিষ্ট সময়ে সংশ্লিষ্ট শিশু, কিশোরী এবং মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পারলে রোগমুক্ত সুস্থ ও মেধাবী জাতি গঠন করা সম্ভব। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, প্রশিক্ষণে বিদ্যমান খাবারের খাদ্যমান সম্পর্কে ধারণা অর্জন করা গেছে। প্রশিক্ষণ গ্রহণ করে চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করতে পারলে তাদের পুষ্টির চাহিদা পুরণ করা সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ