রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
যশোরের নওয়াপাড়া থেকে সার বোঝাই একটি ট্রাক পটুয়াখালীর গলাচিপা যাবার পথে গতকাল সোমবার ভোর ৪টার দিকে বাসের চালক হেলপার পথ ভুলে আমতলি-কুয়াঘাটা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের হেলপার তোতা (১৫) ট্রাকের মধ্য আটকে পড়ে। ফায়ার সার্ভিসের পটুয়াখালীর সহকারী পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে ২টি ইউনিট একটানা ৪ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় হেলপারকে উদ্ধার করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী স্টেশনের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ভোট ৪টার দিকে সার বোঝাই ট্রাক খাতে পড়ে যাবার সংবাদ পেয়ে আমতলী ফায়ার কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। দ্রুত পটুয়াখালীর ফায়ার কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাছে অংশ নেয়। আমাদের উদ্দেশ্য ছিলো আটকে পরা হেলপারকে অক্ষাত অবস্থায় উদ্ধার করা। তার দু’টি পা আটকে ছিলো। পুলিশ স্থানীয় জনগনের সহযোগিতায় হেলপারকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক তুহিন বলেন, যশোরের নওয়াপাড়া পাড়া থেকে ৪শ’ বস্তা সার নিয়ে পটুয়াখালীর গলাচিপা যাচ্ছিল। লেবুখালী ব্রিজ পেরিয়ে আসার পর তার ঘুমভাব এলে হেলপার তোতাকে চালকের আসনে বসিয়ে সে পাশে বসে ছিলো।
আমতলি শাখারিয়া গলাচিপা সিমান্তে এসে হেলপার পথ হারিয়ে কুয়াকাটা সড়কে ট্রাক নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাক দুর্ঘটনার বিষয় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।