Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় সৈয়দপুর পৌর এলাকার ১৪নং ওয়ার্ডে এর শুভ উদ্বোধন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আখতার জানান, তিনি বেলুন ও পায়রা উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেরা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এ টুর্নামেন্টে ৯টি দল অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন আহবায়ক সোহেল আখতার। খেলাটি পৌর এলাকার ১৪নং ওয়ার্ডে শের-ই-বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেরায় অংশগ্রহণ করেন ড্রাগন ক্রিকেট ক্লাব বনাম ফ্রেন্ডস্ ইলেভেন ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের আয়োজন করেন, ওই ওয়ার্ডের কাউন্সিল প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান জোবায়দুর রহমান শাহীন। তিনি জানান, এ খেলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অন্যান্য নেশা থেকে দুরে রাখার জন্য চেষ্টা মাত্র। খেলাটি শুধু আমার নির্বাচনী এলাকাজুড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ