Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই জনের জেল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৭:১৯ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ২ জনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা যৌথ অভিযান চালিয়ে এ ২ মাদককারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কিশামত হামিদ গ্রামের মৃত সাহাব উদ্দীনের ছেলে ইউনুছ আলী (৪২) ও মৃত বাচ্চা মিয়ার ছেলে আনারুল ইসলাম (৪১)। উপজেলার রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের পাগলারতল মন্দিরের পাশে মাদক সেবনের সময় মাদক ও সেবনের উপকরণসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ ও ২০০ করে টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। শেষে উদ্ধারকৃত মাদক ও মাদক সেবনের উপকরণ আগুনে ভষ্মিভূত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বিষয়টি নিশ্চিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ