Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিক্ষার্থীদের মানবপ্রাচীরে আটকে গেলেন শাবির ৩ শিক্ষক, দেখা হলো না ভিসির সাথে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৭:১০ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ১১ দিন ধরে আন্দোলনের অংশ হিসেবে মানবপ্রাচীর তৈরি করে এবং বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে উপাচার্যের বাসভবনে পুলিশ ও সাংবাদিক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আন্দোলনকারীরা। আন্দোলনের এ পর্যায়ে সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় অনশনরতদের দেখতে যান শাবির প্রক্টরিয়াল বডির ৩ সদস্য। সদস্যরা হচ্ছেন প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবীর, সহকারী প্রক্টর আবু হেনা পহিল, মো. মিজানুর রহমান। তারা উপাচার্যের বাসভবনে ঢুকতে গেলে শিক্ষার্থীরা ফটকের সামনে শুয়ে পড়ে শিক্ষকদের পথ রোধ করেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কিছুক্ষণ তর্কাতর্কি হয়। ‘উপাচার্য অসুস্থ’ এমনটি বলার পরও শিক্ষকদের ভিসি'র বাসভবনে ঢুকতে দেননি আন্দোলনরতরা। ড. মো: আলমগির কবির বলেন, অনেক অনুরোধ করেছি কিন্তু ভিসির সাথে দেখা করতে দেয়নি শিক্ষার্থীরা। আমাদের ধারনা ভিসি করোনায় আক্রান্ত, যদিও পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। আমরা কিছু ঔষধ ্ও খাবার নিয়ে যেতে চেয়েছিলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ