Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে ‘তৃতীয়পক্ষ’ ফায়দা নেয়ার চেষ্টায়, ঢাবি শিক্ষক সমিতির বিবৃতিতে এমন সন্দেহ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৬:৪৮ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনে তৃতীয় একটি পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিন। চলমান ছাত্র আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আজ সোমবার এক বিবৃতিতে এই কথা বলেছে ঢাবি শিক্ষক সমিতি। আলাপ আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাবি শিক্ষক সমিতি বলেছে, শাবিপ্রবির বিদ্যমান পরিস্থিতিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন। আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সার্বিক নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগের কথা জানিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ দিয়ে বলপ্রয়োগকে 'অনাকাঙ্ক্ষিত' হিসেবে উল্লেখ করে ওই হামলায় কারও উস্কানি ছিল কি না সেটাও তদন্তের দাবি জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি। বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারীরা হঠাৎ করেই উপাচার্যের বাসার পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা অমানবিক এবং শিক্ষাঙ্গনের আন্দোলনে একটি অনাকাঙ্ক্ষিত মাত্রা যুক্ত করেছে। শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করাই বাঞ্ছনীয়। 'বিভিন্ন গণমাধ্যমে আন্দোলনের গতি-প্রকৃতি সম্পর্কে যে ধরনের তথ্য-উপাত্ত উপস্থাপিত হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে, শিক্ষক-শিক্ষার্থীর বাইরে তৃতীয় একটি পক্ষ এই আন্দোলনে ফায়দা হাসিল করার অপচেষ্টায় লিপ্ত। একটি বিশেষ মহল এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরের অপচেষ্টা করছে বলে প্রতীয়মান হয়।' সমিতির বিবৃতিতে আরও বলা হয়, 'শিক্ষার্থীদের প্রাথমিক দাবি অনুযায়ী বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট পদত্যাগ করার পরও আন্দোলনে উপাচার্যের পদত্যাগের দাবি উঠেছে। আন্দোলনের এই রূপান্তরের বিষয়টি অত্যন্ত অনভিপ্রেত এবং উদ্বেগের। যা খতিয়ে দেখার দাবি রাখে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ