বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা বিভাগে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনের ব্যবধানে ফের বেড়েছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বিভাগের ২ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬৮৮ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৩.১৯ শতাংশ। একইসময়ে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এর আগে, রোববার ৪৮৭ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।
আজ সোমবার (২৪ জানুয়ারি) বিকালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ জানান, গত ২৪ ঘন্টায় মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। একইসময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৬৮৮ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে যশোর। এই জেলায় সর্বোচ্চ ১৯৫ জনের শনাক্ত হয়েছে। খুলনায় ১৫২ জন, কুষ্টিয়ায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহে ৯৮ জন, সাতক্ষীরা ২৬ জন, বাগেরহাটে ২৫ জন, মাগুরায় ২৪জন, নড়াইলে ১৭ জন, মেহেরপুরে ১১ জন ও চুয়াডাঙ্গায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।