Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় এক মাসের জেল

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে কাউসার হোসেন (২৩) নামে এক যুবককে করাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বখাটে যুবক কাউসারের এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কাউসার লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের জেলে গ্রামের আলম বেপারির ছেলে।
কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, সকালে সপ্তম শ্রেণির এক ছাত্রী লরেন্স মাদ্রাসায় যেতে সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। এ সময় সিএনজি যাত্রী কাউসার ওই মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে।
এ সময় ওই ছাত্রী লরেন্স বাজারে পৌঁছে চিৎকার করলে আশপাশের লোকজন ওই বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে কারাদণ্ড দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ