Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৫:৪৬ পিএম

পঞ্চগড়ে ধর্ষণ ও ভূয়া বিয়ে করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় কুড়িগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার দুপুরে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেহেদী হাসান এ নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বিধবা এক নারীর মৃত স্বামীর ভাইয়ের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় ওই নারী গত ২০২০ সালের ৩০ এপ্রিল পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এসময় এসআই আব্দুল জলিল পঞ্চগড় সদর থানায় কর্মরত থাকায় সাধারণ ডায়েরীর তদন্ত শুরু করেন। এর মাঝে এসআই বিভিন্ন রকম প্রলোভন দেখানো শুরু করে ওই বিধবা নারীকে। এবং ওই বছরের ৬ অক্টোবর পঞ্চগড় পৌরসভার পূর্বজালাশী এলাকার বাদীর মৃত স্বামীর বসতবাড়ীতে শয়ন ঘরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে জলিল। এসময় ওই বিধবা নারীর সন্তানেরা শব্দ পেয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। পরে এসআই তাকে বিয়ে করতে চেয়ে মোবাইল ফোনে দুইজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসে। ওই দুইজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেদের কাজী ও মৌলভি পরিচয় দিয়ে একটি কাগজে দুজনের স্বাক্ষর করে নেয়। জলিল যেহেতু সরকারি চাকুরি করেন তাই পূর্বের স্ত্রীকে বুঝিয়ে তাকে বাড়িতে নিবেন বলে পঞ্চগড়ে কর্মরত থাকা অবস্থায় দীর্ঘদিন শারীরিক মেলামেশা শুরু করেন। পরবর্তীতে ওই বিধবা নারী এসআই জলিলের কাছে বিবাহের কাবিন নামা দেখতে চাইলে সে কালক্ষেপন করতে শুরু করে। এর পর জলিল উপরমহলকে ম্যানেজ করে পঞ্চগড় থেকে কুড়িগ্রামে চলে যায়। এর পর ৭ অক্টোবর পঞ্চগড় কোর্টে সাক্ষী দিতে এসে ওই নারীকে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। পরে পঞ্চগড় এসে আবারো স্বামী পরিচয়ে শারীরিক মেলামেশা শুরু করেন। এক পর্যায়ে কোর্টে সাক্ষী শেষে এসআই জলিল গোপনে কুড়িগ্রাম পালিয়ে যান। মোবাইলে এসআই মিথ্যা বিয়ের কথা বলে ধর্ষণ করার কথা শিকার করে বিভিন্ন রকম হুমকি প্রদান করেন। এ ঘটনায় ওই নারী ২০২১ সালের ২৫ মার্চ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ