বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় সোডা,চিনি দিয়ে গুড় তৈরির কারখানায় হানা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে কর্মকর্তারা সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি নামক স্থানে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সংশ্লিষ্ট কারখানায় সোডা,চিনি,তেল মিশিয়ে নোংরা পরিবেশে গুড় তৈরির প্রমাণ পাওয়া যায় । এসময় অভিযুক্ত কারখানার মালিক শেখ এনায়েত আলীকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
এছাড়া,একই উপজেলার পাটকেলঘাটা বাজারে অবস্থিত মান্নান হুজুরের হোটেলে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, নোংরা ফ্রিজে বাসি, রান্না এবং কাঁচা খাবার এক সাথে সংরক্ষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
করা হয়।
সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন,এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।