Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. মো. জাহাঙ্গীর আলম নতুন পরিচালক

বাংলাদেশ শিশু হাসপাতাল

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ওই হাসপাতালের শিশু শ্বাসযন্ত্রের মেডিসিন বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মো. জাহাঙ্গীর আলম।
ডা. জাহাঙ্গীর আলম ঢাকা শিশু হাসপাতালে ১ জুলাই ১৯৯৫ সালে অনারারি মেডিকেল অফিসার ও ১৯৯৭ সালের ১৫ নভেম্বর মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। একই হাসপাতালে তিনি পর্যায়ক্রমে মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পান প্রফেসর পদে। তিনি এফআরসিপি ও এআরসিএস ডিগ্রিও লাভ করেন। তিনি ২০০১ সালে হাসপাতালটির রেজিস্ট্রার, ২০০৬ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৩ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পান।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিশু হাসপাতাল কমিটির সহ সভাপতি এবং বাংলাদেশ প্যাডিয়াট্রিক এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আন্তর্জাতিক জার্নালে তার ২০টি এবং জাতীয় অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ শিশু হাসপাতাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ