Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোলার টাইলস

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সাল স্টুডিওতে এক অনুষ্ঠান লাইভ স্ট্রিমের মাধ্যমে ইলন মাস্ক ছাদের জন্য নির্মিত বিভিন্ন ধরণের সোলার প্যানেল উপস্থাপন করেন। বৈদ্যুতিক গাড়ির মতো ছাদের জন্য নির্মিত সোলার প্যানেলকেও আবেদনময়ী করে তুলতে চান মাস্ক। সোলার প্যানেল বিল্ট-ইন ছাদে বসানো টাইলস উন্মোচন করেছে টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক। গ্লাস দিয়ে তৈরি টাইলসগুলো খুব আকর্ষণীয়ভাবে সোলার প্যানেল যুক্ত করে বাসা-বাড়ির ছাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বর্তমানে প্রচলিত সোলার প্রযুক্তি ব্যবহার করেই এটি তৈরি করা হয়েছে। টেসলা এবং সোলার সিটি সম্মিলিতভাবে নতুন এ উদ্ভাবন উন্মুক্ত করল। টেসলা খুব শীঘ্রই সোলার সিটি অধিগ্রহণ করবে। শুক্রবার রাতে দালানের জন্য নতুন এ সোলার প্যানেল এবং ব্যাটারী উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সাল স্টুডিওতে এক অনুষ্ঠান লাইভ স্ট্রিমের মাধ্যমে ইলন মাস্ক ছাদের জন্য নির্মিত বিভিন্ন ধরণের সোলার প্যানেল উপস্থাপন করেন। বৈদ্যুতিক গাড়ির মতো ছাদের জন্য নির্মিত সোলার প্যানেলকেও আবেদনময়ী করে তুলতে চান মাস্ক। মাস্ক বলেন, ‘আপনারা সবাই আপনার প্রতিবেশীকে অবশ্যই বলতে চাইবেন, আমার সুন্দর ছাদটি দেখুন।’ তবে টাইলসের বিক্রয়মূল্য সম্বন্ধে কোন তথ্য প্রকাশ করা হয়নি।

স আদনান রিয়াদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোলার টাইলস

১ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ