রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইকালে আবু হায়াত সুরুজ (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার মৃত আনারুলের ছেলে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন পালিয়ে গেলেও অপরজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডোমার স্টেশন থেকে তিনজন যাত্রীবেশে সেলিমের ইজিবাইকে ওঠেন। তারা রাস্তার পাশে থাকা একটি ট্রাক তাদের দাবি বলেন, এটি নষ্ট হয়ে গেছে এর যন্ত্রাংশ কেনার জন্য নীলফামারীতে নিয়ে যায় ইজিবাইকটি। এরপর অনেক ঘোরাঘুরি করে যন্ত্রাংশ না পাওয়ায় তাঁকে সৈয়দপুরে বাস টার্মিনাল এলাকায় নিয়ে এসে তাঁকে এক হোটেলে নাস্তা খাওয়ান। এরপর তাদের একজনকে ইজিবাইকে রেখে চালক সেলিমকে নিয়ে অন্য দুইজন যন্ত্রাংশ কেনার জন্য নেমে যান। একজন কৌশলে তার কাছ থেকে ইজিবাইকটির চাবি নিয়ে নেন। কিছু দূরে গিয়ে ওই দুইজন চালক সেলিমকে তার ইজিবাইকের কাছে চলে যেতে বলেন। এতে চালকের সন্দেহ হলে ওই দুইজন পালাতে চেষ্টা করলে তাদের সাথে সেলিমের ধস্তাধস্তি হয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু হায়াতকে আটক করেন। পরে টার্মিনালে গিয়ে দেখেন তার ইজিবাইকটি নেই। সে সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী আবু হায়াতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ছিনতাইয়ের শিকার সেলিম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও অপর দুইজনকে গ্রেফতারে চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।