রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্ত্রীর পর্ণোগ্রাফী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার মামলায় তার স্বামী রাসেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধনিয়ারকুড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে রাসেল মিয়ার সাথে বছর খানেক আগে রামজীবন গ্রামের হায়দার আলীর মেয়ের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে তেমন একটা সু-সম্পর্ক ছিল না। এরই মধ্যে রাসেল মিয়া স্ত্রীর অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেরণ করে। এ ঘটনা জানতে পেরে স্ত্রী গতকাল শনিবার সকালে থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। থানার ডিউটি অফিসার পর্ণোপ্রাফী আইনে মামলা দায়ের ও আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।