Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা মামলার আসামি আটক

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

ফরিদপুরের মধুখালীতে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব-৮ উপজেলার নওপড়া কুড়ানিয়ার চর এরাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামি আরমান শেখকে মাদকসহ আটক করেছে। আরমান একজন মাদক ব্যবসায়ী। সে উপজেলার নওযাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের রাজু শেখের ছেলে মো. আরমান শেখ (৩২)। র‌্যাব-৮ ক্যাম্পের ডিএডি মো. আবুল বাশার জানান মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানীয়ারচর গ্রামে নওয়াপাড়া বাজারে আশিকুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর হতে মো. আরমান শেখকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত মালামালসহ শুক্রবার রাতে আটক আরমানকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ আরমান শেখ ২০১৪ সালের ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ্ রাজন হত্যা মামলার আসামি।
সে জামিনে আছে। দীর্ঘদিন ধরে সে জেলে থেকে জামিনে এসে মাদক ব্যবসায় সক্রিয় হয়। রাজন হত্যা মামলাটি এখন স্বাক্ষী চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ