Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

যুবকের লাশ উদ্ধার
নওগাঁ জেলা সংবাদদাতা
মহাদেবপুরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের একটি হলুদের খেত থেকে অর্ধ গলিত লাশের খবর পেয়ে গত শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় সনাক্ত ও উদ্ধারের কাজ করছেন। তবে ওই যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার মহিষবাথান মোড়ের পশ্চিমে নদীর ধারে বালির পয়েন্টের পাশে হলুদের খেতে এ লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


গোল্ডকাপ টুর্নামেন্ট
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
মীরসরাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উপজেলা ৫নং ওসমানপুর ইউনিয়নের অভিনন্দন ক্লাবের উদ্যোগে মুহুরী প্রজেক্ট প্রাঙ্গণে গতকাল বিকালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গোল্ডকাপ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে নুরের নবী রাসেলের সঞ্চালনায় উক্ত টুর্নামেন্ট উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন মীরসরাই মেয়র গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ৫নং ওসমানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্না, উপজেলা আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক আশরাফ উল্লাহ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন দিদার, ৩নং জোরাগঞ্জ ইউনিয়ন আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাইনুদ্দিন টিটুসহ ৫নং ওসমানপুর ইউনিয়ন আ.লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন জেডএসসি, জোরারগঞ্জ বনাম আবুরহাট ফুটবল একাদশ।


এমপির জন্য দোয়া
দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা
প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের এমপি আলহাজ আলী আজম মুকুলের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এমপি মুকুলের আসু রোগমুক্তি কামনা করে দৌলতখান ও বোরহানউদ্দিনের বিভিন্ন মসজিদ মাদরাসায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এমপি মুকুলের ভাষ্যমতে তিনি গত ১৯ জানুয়ারি দ্বিতীয় বারের মতো স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি তার নির্বাচনী এলাকা দৌলতখান-বোরহানউদ্দিনের জনতা, শুভাকাঙ্খীসহ সকল শ্রেণীর মানুষের কাছে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন।


কর্মসংস্থান কর্মসূচি
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
রামগড় উপজেলায় চলতি অর্থবছরে ১ম পর্যায়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প চালু হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় ১নং রামগড় ইউপি’র মুসলিমপাড়া ও ২নং ইউপি’র নাকাপা গ্রামীণ রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার প্রধান অতিথি থেকে একযোগে উক্ত মাটিকাটা কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ১নং ইউপি সদস্য সচিব বিজয় চাকমা ও ২ নং ইউপি’র সচিব মোঃ মিজানুর রহমান এবং ১ও ২নং ইউপি’র সদস্য- সদস্যাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ