বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে নতুন করে করোনা ও ওমিক্রনের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। নাটোরের লালপুরে করোনা ও ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে ও সরকারী বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২২ জানুয়ারী) দুপুর থেকে উপজেলার গোপালপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় কৈফিয়ত তলব ও মাক্স বিহীন চলাচল করায় ৫টি মামলায় ৭ জনকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের ভ্রাম্যমান আদালত। এসময় জনসচেতনাতা বৃদ্ধিতে জনসাধরণের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এসময় লালপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদলতের সত্যতা নিশ্চিত করে জানান,‘সরকারী নির্দেশনা বাস্তবায়নে ওমিক্রন ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। জনসাধারণ কে সচেতন করতে আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।