Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় চৌদ্দঘর ভোটকেন্দ্রে সংর্ঘষ, আহত ৫

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলায় আজ স্থগিত হওয়া ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের স্থগিত হওয়া কেন্দ্রের নির্বাচনে সকালে ভোট শুরুর আধা ঘন্টা আগেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রমতে, বাপ্তা চৌদ্দঘর ২নং ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থী মো: ফারুক ও মাকসুদুর রহমান নিরবের কর্মী সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মেম্বার প্রার্থী নিরবের ভাই শিক্ষক মিজানুর রহমান মিঠু ও স্ত্রী পারভিনসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ র‌্যাব ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, ওই কেন্দ্রে গত ২২ মার্চ নির্বাচনের সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহন স্থগিত করা হয়।
এ ব্যাপারে ভোলা জেলা নির্বাচন কর্মকতা হেলাল উদ্দিন জানান, ভোলা সদরের ৪টি কেন্দ্রে বাপ্তায় ২টি ,ধনিয়ায় ২টি ও দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। ইতোপূর্বে এসব কেন্দ্রে নির্বাচনের সময় সহিংস ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ