Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

লক্ষ্মীপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার স্থগিত চরলরেন্স ও চরমার্টিন এ দুইটি ইউনিয়নসহ সদর, রায়পুর ও রামগঞ্জের ৯টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে ভোট আজ। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ দিকে কমলনগর উপজেলার স্থগিত চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কোন এজেন্ট নেই। ভোটের শুরুতে কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ প্রার্থী নুরুল আমিন মাস্টার ও মো. ইউসুফ আলী (মিয়া ভাই) এর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার কারনে কমলনগর উপজেলার চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ও সহিংসতার কারণে সদর, রায়পুর ও রামগঞ্জের ৯টি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে ভোট বন্ধ করে দেয় জেলা নির্বাচন অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ