বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলার ভেদুরিয়া ঘাট এলাকায় ঘন কুয়াশার কারণে লঞ্চ ডুবে ৪ জন আহত হয়েছেন।
আজ শনিবার ভোরে ঢাকা থেকে আসা এমভি কর্ণফুলি-১১ লঞ্চের ধাক্কায় ভেদুরিয়া ঘাটের কাছে অবস্থানরত ভোলা-বরিশাল রুটের লঞ্চ এমএল সোহাগী ডুবে গেলে এতে থাকা চার নাবিক আহত হন।
সোহাগীর মাস্টার মো. কামরুজ্জামান জানান, লঞ্চের ভেতরে ফজরের নামাজ আদায় করার সময় বিকট শব্দে তার লঞ্চটি কেঁপে উঠলে তিনি ও তার তিন সহকর্মী ছিটকে পড়ে আহত হন।
পরে তিনি এমভি কর্ণফুলিকে ধাক্কারত অবস্থায় এবং সোহাগীকে কাত হয়ে ডুবে যেতে দেখেন।
আহত অন্য তিনজন হলেন লঞ্চের ক্যান্টিন মালিক জামাল হোসেন (২৬) সারেং আবদুর রহমান (২৪) ও স্টাফ হানিফ।
ঘন কুয়াশার কারণে ভোলা খালের মোহনায় ঘটা এই দুর্ঘটনা ‘সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন কর্ণফুলি-১১-এর পরিচালক মো. জসিম উদ্দিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।