বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জেলার ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
শুক্রবার (২১ আনুয়ারি) কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ। এর আগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটি অনুমোদন দেয়া হয়।১০টি ইউনিটের আহবায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।
কমিটিতে রূপগঞ্জ থানায় মাহফুজুর রহমান হুমায়ুনকে আহবায়ক, বাশির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, সোনারগাঁও থানায় আজহারুল ইসলাম মান্নানকে আহবায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব, আড়াইহাজারে ইউসুফ আলী মেম্বারকে আহবায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানায় আব্দুল হাই রাজুকে আহবায়ক, শাহ আলম হীরাকে সদস্য সচিব, ফতুল্লা জাহিদ হাসান রোজেলকে আহবায়ক, শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব, সোনারগাঁও পৌরসভায় শাহজাহান মেম্বারকে আহবায়ক, কমিশনার মোতালেব হোসেনকে সদস্য সচিব, কাঞ্চন পৌরসভায় মজুবর রহমান ভুঁইয়াকে আহবায়ক, সদস্য সচিব হামিদুল হক খান, তারাব পৌরসভায় নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহবায়ক) আহবায়ক, সদস্য সচিব জাকির হোসেন রিপন, গোপালদী পৌরসভায় সামসুল হক মোল্লা, সদস্য সচিব মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার পৌরসভার আহবায়ক মোঃ রূপচান মিয়া, সদস্য সচিব সালাহউদ্দিন আহজমেদ ডালিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত আহবায়ক নাসিরউদ্দিন জানান, আমরা দায়িত্ব পাবার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিনদিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি। আশা করছি কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য হবে।
সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ জানান, আমরা কমিটি অনুমোদন করেছি সবাইকে সমন্নয় করে। কাউকে বাদ দেয়া হয়নি। প্রতিটি কমিটি ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।