Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিসি হঠাও দাবীতে অনশনরত শাবির ১০ অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৪:২৮ পিএম

উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনকারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। গত রাতের বিভিন্ন সময়ে ও আজ শুক্রবার সকালে তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চেয়ে গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে আমরণ অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। তন্মধ্যে ১৫ জন ছেলে ও ৯ জন মেয়ে। বুধবার থেকে অসুস্থ হতে শুরু করেন এসব অনশনকারী শিক্ষার্থীরা। একেকজন করে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এর মধ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকে। এ ছাড়া বাকি অনশনকারীদের প্রদান করা হচ্ছে স্যালাইন। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদেরকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতালে করা হয়েছে ভর্তি।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২১ জানুয়ারি, ২০২২, ৪:৪৭ পিএম says : 0
    এই গুলি কি আমরা মরে যাবে,আরে সংগ্রাম গড়ে তুলুন তুলতে হবে সব কিছু বন্ধ করে দিতে হবে,নয়তো হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ