Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাসুদ দাউদ আকবানী টানা ছয়বার সিআইপি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বাংলাদেশের রফতানি বাণিজ্যে অসাধারণ সাফল্যে, শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ষষ্ঠ বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (রফতানি)-২০১৮ নির্বাচিত হয়ে কার্ড পেলেন এসিএস টেক্সাটাইলস-এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী। গতকাল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সিআইপি কার্ড (রফতানি-২০১৮) তুলে দেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পণ্য রফতানিতে অবদান রাখার জন্য ১৭৬ জন ব্যবসায়ীকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার। প্রতি বছর বাণিজ্য মন্ত্রাণালয় নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী ব্যবসায়ীদের সিআইপি হিসাবে ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাসুদ দাউদ আকবানী টানা ছয়বার সিআইপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ