Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাথরঘাটায় বিষ পানে ২ সন্তানের জননীর আত্মহত্যা

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৭:০৮ পিএম

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে রাহিমা বেগম (৩৫) নামের ২ সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে কোন এক সময় সে বিষ পান করেন।
রাহিমা বেগম উপজেলার রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা এলাকার আব্দুর রব মিয়ার মেয়ে ও একই এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী। ইমা আক্তার ও ইভা আক্তার নামের তাদের দুজন কন্যা সন্তান রয়েছে।
রাহিমা বেগমের মামাতো ভাই রাশেদ মিয়া জানান, রাহিমা ও ইব্রাহীমের অভাবের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। ধারণা করা হয়েছে সেই কলহের জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই সূত্র ধরেই সে বিষ পান করেছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদনের রিপোর্ট পেলে আসল ঘটনা জানতে পারবো।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমার অফিসার পাঠিয়েছিলাম। সে বিষ পান করার পর তাকে তার স্বজনরা উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়, তাই ময়না তদন্ত সেখান করা হবে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ