Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরণ অনশনে অসুস্থ শাবির ছাত্র কাজলকে হাসপাতালে ভর্তি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৩:৩০ পিএম

আমরণ অনশনে থাকা শাবির আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কাজল দাস নামের ওই শিক্ষার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বষের্র ছাত্র। গতকাল বিকেল ৩টা থেকে অনশনে সংযুক্ত হন তিনি। প্রায় ২১ ঘন্টা না খাওয়া ও তীব্র শীতের কারণে কাঁপুনি দিয়ে জ্বর আসে তার শরীরে। অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় অংশ নিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চিকিৎসক ডা. বাবলু হোসেন বলেন, বেশি জ্বর ও প্রেসার কমে যাওয়ায় খারাপের দিকে যাচ্ছিল কাজলের অবস্থা। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। শাবির চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাসরাবা সুলতানার নেতৃত্বে একদল স্বাস্থ্যকর্মী অনশনস্থলে উপস্থিত আছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের চিকিৎসা নিতে অস্বীকার করেছেন। এর আগে গতরাতে বাংলা বিভাগের মোজাম্মেল হক ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ