Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় চলন্ত পাজেরো গাড়িতে আগুন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৯:০৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি চলন্ত পাজেরো গাড়ীতে হঠাৎ করে আগুন ধরে যায়। বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, নিশান পাজেরো গাড়িটিতে আশুলিয়ার দিকে যাওয়ার পথে বাইপাইলে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও গাড়িটি সামনের অর্ধেক পুড়ে যায়।

গাড়ির ভিতরে চালক সুমন ও গাড়ির মালিক এক পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো: আহাদুজ্জামান ছিলেন। তারা তাৎক্ষনিক গাড়ি থেকে বেরিয়ে আসায় তাদের কোন ক্ষতি হয়নি।

গাড়ির মালিক মো: আহাদুজ্জামানের বরাত দিয়ে স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুন লাগলো তা তারা বলতে পারেনি। তবে ইঞ্জিন অতিরিক্ত হিট অথবা যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ