Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুবিতে সশরীরে ক্লাস চলবে, পরিস্থিতি বুঝে ব্যবস্থা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ৪:৪৯ পিএম

চলমান কোভিড-১৯ পরিস্থিতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষাকার্যক্রম নিয়ে আজ ১৯ জানুয়ারি (বুধবার) দুপুরে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন মিলনায়তনে একাডেমিক প্রধানদের সাথে ভিসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় চলমান কোভিড পরিস্থিতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত সশরীরে চালু রাখা, একই সাথে অনলাইনের প্রস্তুতি এবং প্রয়োজনে মিক্সড পদ্ধতি অনুসরণের সম্ভাব্য দিকেও তিনি আলোকপাত করেন। কোভিড পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে উপাচার্য বেশকিছু দিক-নির্দেশনা দেন। এ বিশ্ববিদ্যালয়ের যদি কোনো শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ না করে থাকে, তাহলে তাদেরকে খুঁজে বের করে তালিকা প্রণয়ন এবং বিশেষ ব্যবস্থায় টিকা গ্রহণে সুযোগ করে দিতে নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন প্রো ভিসি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক প্রভোস্টবৃন্দ ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ