Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির খান কিরণ রাওয়ের পরিচালনায় নির্মিতব্য ফিল্ম প্রযোজনা করবেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

‘ধোবি ঘাট’ দিয়ে পরিচালনায় অভিষেকের এক দশকেরও বেশি পর কিরণ রাও আবার পরিচালনা শুরু করেছেন। জানা গেছে পুনের অদূরে একটি লোকেশনে তিনি তার দ্বিতীয় ফিল্মের শুট এরই মধ্যে শুরু করে দিয়েছেন। এর আগে একটি মাধ্যম জানিয়েছিল, আমির খান সামনে দুটি ফিল্ম প্রযোজনা করবেন যার একটি পরিচালনা করবেন কিরণ এবং অন্যটি সুনীল পাÐে। একটি প্রতিবেদন থেকে জানা গেছে, তার (কিরণ) বর্ণিত চিত্রনাট্যটি পছন্দ করে আমির প্রযোজনায় সায় দিয়েছেন। বিবাহবিচ্ছেদ হলেও তারা বন্ধুত্ব ও পেশাগত সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিপ্লব গোস্বামীর কাহিনীতে অভিনয় করবেন স্পর্শ শ্রিবাস্তবা, প্রতিভা রন্তা এবং নিতাংশি গোয়েল। ফিল্মটির প্রথম পর্যায়ের শুট ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। ১৫ বছর সংসার করার পর আমির আর কিরণ ২০২১-এর ৩ জুলাই তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। দুজন সেসময় এক বিবৃতিতে প্রকাশ করেন, আমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করছি। আমরা আর স্বামী-স্ত্রী নই সন্তানের বাবা মা এবং এক পরিবারের সদস্য। আমির যেমন কিরণের ফিল্মের প্রযোজক হলেন তেমনি কিরণও আমির অভিনীত ‘ফরেস্ট গাম্প’ রিমেক ‘লাল সিং চাদা’র অন্যতম প্রযোজক। তাদের দেখা হয় ‘লগান’ ফিল্মের সেটে ২০০১ সালে, কিরণ ছিলন সহকারী পরিচালক। তাদের একমাত্র সন্তান আজাদ রাও খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ