Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাড়াছাড়ির ঘোষণা দিলেন জেসন মোমোয়া-লিসা বনেট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

ঘোষণা দিয়ে দাম্পত্য সম্পর্কের যবনিকার কথা জানালেন হলিউডে অভিনয় দম্পতি জেসন মোমোয়া-লিসা বনেট যুক্ত ভাষ্যে তারা লিখেছেন, আমাদের মধ্যে পরিবর্তিত পরিস্থিতি অনুভব করে জানাচ্ছি- পরিবর্তন আসছিল, আমরাও অন্যদের চেয়ে আলাদা নই- জোরালো পরিবর্তন বাড়ছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তাই আমরা আমাদের পরিবারের খবর জানিয়ে বলছি আমরা আলাদা হচ্ছি। এটি সংবাদের যোগ্য বলে নয় বরং আমরা পরস্পরকে সম্মান করি বলেই এই খবর জানাচ্ছি। আমাদের ভালবাসা বেঁচে থাকবে। নিয়তি জেনেই আমরা পরস্পরকে মুক্তি দিলাম। পরস্পরের প্রতি আমাদের অনুভূতি ও সন্তানদের প্রতি ভালবাসা বজায় থাকবে। ভালবাসা বেঁচে থাকুক জে ও এল। মোমোয়া এ বনেট ২০০৫ থেকে ডেট করছিলেন। এক অভিন্ন বন্ধুর মাধ্যমে পরিচয়ের পর তারা ‘দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন’ অনুষ্ঠানে জানান ‘সঠিক সময়ে সঠিক জায়গায় তাদের পরিচয় হয়। জানা যায়, ২০০৭ সালে তাদের বিয়ে হয় তবে আনুষ্ঠানিক বিয়ে হয় ২০১৭তে। এর আগে বনেটের লেনি ক্র্যাভিটজের সঙ্গে বিয়ে হয় এবং এই পরিবারের সন্তান যোগয় ক্র্যাভিটজ (৩৩)। মোমোয়াকে আগামী তে জেমস ওয়ান পরিচালিত ‘আকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ ফিল্মে দেখা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ