Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

উন্নয়ন কাজের লটারি

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার আওতায় ১৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকার ১৭টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারণে গতকাল মঙ্গলবার দুপুরে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের উপস্থিতিতে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, সমবায় কর্মকর্তা এমাদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার প্রমুখ। জানাযায়, গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেব মঠবাড়িয়া উপজেলায় ১৬টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মাণের জন্য গত ১৪ ডিসেম্বর‘২১ টেন্ডর আহ্ববান করা হয়।


আখ মাড়াই শেষ
নাটোর জেলা সংবাদদাতা
শেষ হয়ে গেল নাটোর সুগার মিলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। সুগার মিলে ৫৫ হাজার ৯৫৯ টন আখ মাড়াই করে ৩ হাজার ৪ টন চিনি উৎপাদন হয়েছে। ২০২১ সালের গত ৩ ডিসেম্বর নাটোর সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়। ৪২ দিবসে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার টন। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ৬ হাজার টন আখ মাড়াই করতে সক্ষম হয়। অপরদিকে ৩ হাজার টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে অতিরিক্ত ৪ টন চিনি উৎপাদন হয়েছে। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. আবু বকর বলেন, গত সোমবার রাতে চিনি উৎপাদনের চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়েছে।


কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে কর্মজীবী মায়েদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ভাতা ভোগীদের অংশগ্রহনে উপজেলা হল রুমে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আাতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।


মোটরসাইকেল চুরি
পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত মসজিদের সামনে থেকে গতকাল মঙ্গলবার জোহর নামাজের সময় একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটি একই উপজেলার শিতাগ্রাম এলাকার মৃত জরিপ উদ্দিনের ছেলে আবুল হাশেমের। আবুল হাশেম জানান, প্রতি দিনের ন্যায় গতকাল মঙ্গলবার হেলিপোর্ট এলাকার জামে মসজিদের সামনে আমার ব্যবহৃত হিরো ডিলাক্স (কিক) ১০০ সিসি লাল রংঙের মোটরসাইকেলটি লক করে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদেও ভেতরে প্রবেশ করি। নামাজ শেষে বাইরে বের হয়ে দেখি রেখে যাওয়া স্থানে আমার মোটরসাইকেলটি নাই। তাৎক্ষণিক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। মৌখিকভাবে থানায় অবগত করেছি।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, মোটরসাইকেল চুরির একটি মৌখিক অভিযোগ পেয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ