বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আমলারা মূল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করলেন সরকার দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সচিবদের পিয়ন পর্যন্ত সংসদ সদস্যদের (এমপি) মূল্যায়ন করেন না।’ এসময় ইউটিউবে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ তুলে এটি বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি।
সংসদ অধিবেশনে এমপি নাজিম উদ্দিন বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতায় আমরা ভুগছি। একজন এমপির কোনো মূল্য নেই আমলার কাছে। জাতীয় সংসদ সদস্য হিসেবে একজন সচিবের কাছে গেলে মূল্যায়ন নেই। নিয়ম অনুযায়ী তারা আমাদের শ্রদ্ধা করবেন, সেই শ্রদ্ধাবোধ তাদের নেই। তাদের পিয়ন পর্যন্ত আমাদের দাম দেন না।’
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এমপির এই বক্তব্য ইতোমধ্যেই ফেইসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মত প্রকাশ করছেন নেটিজেনরা।
এ প্রসঙ্গে সুব্রত কুমার ফেইসবুকে লিখেছেন, ‘কথা সত্য। আমলাতন্ত্রের কাছে নেতা এমপি মন্ত্রীরাও জিম্মি। সরকারী কর্মকর্তারা ভালো ক্যাডার হয়েছে বিসিএস দিয়ে। তাই তাদের জ্ঞান আছে, কাকে সম্মান করতে হবে!’
আশরাফ ফারুক লিখেছেন, ‘ব্যাপারটা খুবই দুঃখজনক এবং ভয়াবহ!’ সুকান্ত রায় লিখেছেন, ‘তাহলে বুঝন আমাদের কি অবস্থা!’
‘সচিবালয়ের পিয়ন জানে আপনি কিভাবে এমপি হয়েছেন!’ - মাসুদ রানার মন্তব্য।
মোশাররফ হাবিবের পরামর্শ, ‘স্বেচ্ছায় পদত্যাগ করে জনগণের ভোটের মাধ্যমে সরাসরি নির্বাচিত হন, তখন জনগণ হৃদয় থেকে আপনাদেরকে ভালবাসবে।’
এমপি নাজিম উদ্দিনের বক্তব্যের সমালোচনাকারীদের সমালোচনা করে মোতাহারুল পাঠান লিখেছেন, ‘খুবই সহজ সরল আর অতি সাবলীল ভাষায় বর্তমান বাস্তবতা তুলে ধরছেন, এজন্য তাকে আমরা সাধুবাদ না জানিয়ে কিছু .......... ওনাকে নিয়ে বাজে কটূক্তি করছে, যা দেখে খুবই হতাশ হলাম; এই ভেবে যে, ভালো মানুষের আর ভালো কথার কোনো মূল্য নেই। কারণ আমরা অধিকাংশ মানুষ থেকে ... পরিবর্তিত হচ্ছি!’
ইউটিউব বন্ধের দাবি প্রসঙ্গে মনির হোসাইন লিখেছেন, ‘হায়রে .... একমাত্র ইউটিউব ও ফেসবুক কারণে সত্যটা প্রকাশ হয়! না হলে কিছু কিছু ......রা চুরি করে দেশটাকে শেষ করে দিতেন! একমাত্র ইউটিউব ও ফেসবুকের কারণে এখনো দেশটা বেঁচে আছে!’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।