বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরি স্থায়ী করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করায় ছাঁটাই ও থানায় অভিযোগ দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কমিউকেশন কন্সট্রাকশন কোম্পানী লিমিটড বাংলাদেশ (সিসিসিসি) বকেয়া বেতন পরিশোধ না করে উল্টো শ্রমিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, দ্বিতীয় মেয়াদে গত বছরের ২৯ জুন বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না কমিউকেশন কন্সট্রাকশন কোম্পানী লিমিটড বাংলাদেশ (সিসিসিসি)। নিয়ম অনুযায়ী সেতুতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় নিয়োগপত্র প্রদান করবে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সিসিসিসির কাছ থেকে কোন নিয়োগপত্র পায়নি শ্রমিকরা। এছাড়া গত তিন মাস ধরে কোন বেতনও দেয়া হয়নি।
এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ, স্থায়ী নিয়োগসহ বিভিন্ন দাবি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর হু ডেপিং এর কাছে যেতে চাইলে বাঁধা দেয় কোম্পানীর সিকিউরিটি ম্যানেজার অবঃ মেজর মাহফুজুর রহমান। এ ঘটনায় শ্রমিকদের সাথে কোম্পানীর সিকিউরিটি ম্যানেজারের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
নাম প্রকাশ না করার শর্তে সেতুতে কর্মরত কর্মচারীরা জানান, এক মাসের বেতন পরের মাসের শেষের দিকে দেয়া হয়। উৎসব ভাতা, বোনাস, ইনক্রিমেন্ট, কর্মকর্তা-কর্মচারীদের পোষাক-পরিচ্ছদসহ নিয়োগপত্রে বেতন উল্লেখ করা হয়নি। কিন্তু কোম্পানী সরকারের কাছ থেকে শ্রমিকদের বেতন বেশি দেখিয়ে আমাদের কম দেয়া হচ্ছে। এতে কাঙ্খিত পরিশ্রম করলেও কোম্পানী আমাদের ঠকাচ্ছে। বারবার দাবিগুলো কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন উদ্যোগ নেয়া হয়নি।
শ্রমিকরা আরও জানান, সিসিসিসি কোম্পানী দ্বিতীয়বারের মত বঙ্গবন্ধু সেতুর দায়িত্ব পেয়েছে। সে অনুযায়ী কয়েকমাস পার হলেও শ্রমিকদের কোন নিয়োগপত্র দেয়নি। নির্ধারিত ডিউটির চেয়ে বেশি ডিউটি করলে কোন অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হয় না। কয়েকমাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবির বিষয়ে কোম্পানীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলে বাঁধা দেয় হয়। যৌক্তিক দাবি তুলে ধরায় বেশ কয়েকজনকে চাকরি থেকে বহিস্কার করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে।
এ নিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আন্দোলন ইস্যুতে একদিকে শ্রমিকদের ছাঁটাই অপরদিকে তাদের স্বজনদের নিয়োগ দেয়া হচ্ছে। ফলে সেতুতে স্থানীয় লোকজন কর্মক্ষেত্র থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে, মারধরের অভিযোগ এনে ম্যানেজার অবঃ মেজর মাহফুজুর রহমান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাত দিয়ে একটি সাধারণ জিডি করেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বতে ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিসিসি অপারেশন ডিরেক্টর হু ডিপেং এর সাথে মোবাইলে এবং এসএমএস পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, সিসিসিসির ম্যানেজার অবঃ মেজর মাহফুজুর রহমান বেশ কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।