Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকেরা খবর

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

২ শিশুর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো মো. আবদুল্লাহ (৩) ও মোসা.সাইখা (২)। গত রোরবার দুপুরে আবদুল্লাহ পুকুরে পড়ে যায়। সে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ গ্রামে মো. আলামিন মিয়ার ছেলে। একই দিন দুপুর দেড়টার দিকে সবার অলক্ষ্যে সাইখা পুকুর পড়ে ডুবে যায়। সাইখা পৌরশহরের নাচনাপাড়া এলাকার মো.মনিরুল ইসলামের মেয়ে। উভয়কে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আইন-শৃঙ্খলা সভা
বালিয়াকান্দি (রাজবাড়ি) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী বাদশা আলমগীর, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, আহম্মদ আলী মাস্টার প্রমুখ। এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিদায় সংবর্ধনা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ পৌরসভার হলরুমে এ সংবর্ধনা পৌর মেয়র মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন, প্যানেল মেয়র মো. শাহীন আকন্দ, সাপমারা ইউপির চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গুমানীগঞ্জ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কামারদহ ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান তৌকির হামান রচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ পৌর মেয়র, উপস্থিত ইউপি চেয়ারম্যান ও নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।
সোনালী ব্যাংকের কম্বল বিতরণ


নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনালী ব্যাংক সোনারগাঁও শাখার উদ্যোগে গতকাল সোমবার অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- সোনালী ব্যাংক লিমিটেড নারায়ণগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাঈল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড সোনারগাঁও শাখার ম্যানেজার মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় সিনিয়র অডিটর আব্দুস সামাদ মল্লিকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ