Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৭:০৫ পিএম | আপডেট : ৭:০৭ পিএম, ১৬ জানুয়ারি, ২০২২

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) বিকালে তালা উপজেলার জাতপুরের পেয়ারাতলা নামক স্থানে খুলনা-পাইকগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) ও শুকুর মোড়লের ছেলে জিল্লুর রহমান মোড়ল (৫৮)।

এছাড়া আহত আবু তালেব (৭০) একই গ্রামের মোজাম মোড়লের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন মোটর সাইকেল আরোহী খুলনার চুকনগর থেকে তালার জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত ও একজন আহত হন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ