বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলেকে বিষপান করানোর পর মা রুবিনা খাতুনও বিষপান করে আত্মহত্যা করেছেন।
আজ রোববার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহননকারীরা হলেন-উপজেলার ভেড়ামারা গ্রামের কৃষক আব্দুল আলীমের স্ত্রী রুবিনা খাতুন (৩০) ও ছেলে রামিম (৫)।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ভেড়ামারা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী ও ছেলে সবার অজান্তে দুপুরে বিষপান করেন। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
তবে এ ব্যাপারে এখন আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।