Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনা শনাক্ত দেড়শ জন, শনাক্তের হার ১৩.৮১

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৫:৩৮ পিএম

গত চব্বিশ ঘন্টায় প্রায় দেড়শ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। গত প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১০৭২ জনের নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১৪৮ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৮১। শনাক্তকৃতদের মধ্যে ১২৫ জনই সিলেটের। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও ৮ জন রয়েছেন মৌলভীবাজারের। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে ওঠেছেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুসারে, এখন অবধি ৫৫ হাজার ৬৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫০ হাজার ১৫০ জন। মারা গেছেন ১ হাজার ১৮৬ জন। সিলেটে সংক্রমণ বৃদ্ধির পেছনে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘সিলেটে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় সংক্রমণ বাড়ছে বলে মনে হচ্ছে। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে বলে ধারণা করা হচ্ছে। ওমিক্রনকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু সত্য বিষয় হচ্ছে, করোনাভাইরাসের সব ভ্যারিয়েন্টই বিপজ্জনক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ