বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভর্তি ও বিভিন্ন পরীক্ষার কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ ১৬ জানুয়ারী খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩০ জানুয়ারী।
সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কুয়াশা ভেজা শীতের সকালে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে ক্যাম্পাসের খোলা মাঠে পুরোন আড্ডায় মেতে ওঠে। ক্যান্টিনগুলো সরগরম হয়ে ওঠে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক আতিয়ার রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা ১৩ জানুয়ারি ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস শুরু এবং প্রথম বর্ষের ভর্তির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে সশরীরে শুরু হবে। এছাড়া ১৬ জানুয়ারি (রবিবার) থেকে প্রথম বর্ষ ব্যতীত অন্যান্য সকল বর্ষের প্রথম টার্মের ক্লাস সশরীরে শুরু হবে। তবে করোনা পরিস্থিতি বিবেচনা এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের প্রায় শতভাগ করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ সম্পন্ন হয়েছে। সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনেই বিশ।ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।