Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে তুলার গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৬:৪৯ পিএম

ফরিদপুর সদরের কানাইপুর বাজারের একটি তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গুদাম মালিকের দাবী।

শনিবার (১৫ জানুয়ারি), বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক আমির মিয়া বলেন, বিকেলের দিকে আমার গুদামে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

তার আগেই গুদাম ও সব তুলা পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ফরিদপুর অফিসের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভানো হয়।

আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি পরিমাণ নির্ণয় করে সঠিক হিসাব বলা যাবে। তবে ১৫ লাখ টাকার ক্ষতির দাবি করছেন গুদাম মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ