Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অবশেষে ঠাঁই হলো তার বগুড়া কারাগারেই

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৬:৩৯ পিএম

খুনি ও ধর্ষকের পরিচয় গোপন করতে পিতৃ প্রদত্ত্ব নাম হেলাল ইসলামের বদলে কিশোরগঞ্জের ভৈরব ষ্টেশন পরিচিত হয়ে উঠেছিলেন সেলিম ফকির ওরফে বাউল সেলিম (৫০) নামে। গলায় বাউল গানের সূর থাকায় আয় ইনকাম মন্দ হতোনা।
ফলে স্থানীয় এক নারীকে বিয়ে করে সংসারও
পেতেছিলেন হেলাল। কিন্তু একজন ইউটিউবার
তাকে মডেল বানিয়ে তার গানের ভিডিও ভার্চুয়াল জগতে ছেড়ে দিলে আস্তে আস্তে তার
পরিচিতজনরা তাকে শনাক্ত করে।
এর আগে এলাকাসীর ধারণা ছিলো হেলাল হয়তো আর বেঁচেই নেই।
হেলালের হাতে নিহত তিন ব্যক্তির স্বজনরা তার সম্পর্কে পুলিশ ও র্যাবের কাছে তার সম্পর্কে রিপোর্ট করলে বুধবার সে ভৈরবেই ধরা পড়ে।
শুক্রবার তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়ে দেয়।
এর আগে র্যাব তাকে গ্রেফতারি পরোয়ানা মুলে
গ্রেফতার করে রাজধানী ঢাকায় মিডিয়া ব্রিফিং
করলে এবং তাকে সিরিয়াল কিলার হিসেবে তুলে ধরলে তাকে নিয়ে মিডিয়ায় মাতামাতি শুরু হয়।
হেলালের ছেলে শিমুল সহ তার পরিবারের সদস্যরা জানতে পারে যে হেলাল জীবীত আছে !
শুক্রবার আদালতের হাজত খানায় হেলালের
ও তার পুত্র শিমুল সহ কয়েকজন নিকটাত্মীয় হেলালের সাথে দেখা করেছে।
বগুড়া সদর থানার রেকর্ড সুত্রে জানা যায়, দুরন্ত প্রকৃতির হেলাল ১৯৯৭ সালেই মারামারি করতে গেলে তার বাম হাত অবশ হয়ে যায়। তখন তার নাম হয় লুলা হেলাল। এরপর সে
পরবর্তী কয়েকবছরে ৩ টি হত্যা ও একটি ধর্ষন
মামলার আসামী হয়। হয়ে ওঠে কন্ট্রাক্ট কিলার। ২০১৫ সালে গ্রেফতার হয়ে জেল হাজতে যায়।
প্রভাবশালীদের হস্তক্ষেপে এক সময় জেল হাজত থেকে জামিনে মুক্ত হয়েই সে গোপনে
বগুড়া ছাড়ে। পরে দেশের বিভিন্ন মাজার দরগাহ শরীফে অবস্থান করে পুলিশের চোখ ফাঁকি দিয়েছে।
শিখেছে বাউল গান। গলায় সুর থাকায় বাউল
শিল্পীর পরিচয়ে পরিচিত হয়ে উঠেছে সে। তবে
বিধিবাম বলেই শেষ পর্যন্ত সে আইনের হাতেই
ধরা পড়লো। ফিরলো জন্ম হল বগুড়ায় তবে ঠাঁই হল তার বগুড়া কারাগারেই।
উল্লেখ্য একটি হত্যা মামলায় সে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। ওই মামলায় তার গ্রেফতারী পরোয়ানা জারী ছিলো বলে জানিয়েছেন বগুড়া সদর থানা কতৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ