Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ষণ মামলায় অভিযুক্ত বরিশাল সিটির কাউন্সিলর কারাগারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৪:২৩ পিএম

বরিশাল সিটি করপোরশেনের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে ধর্ষণ মামলায় গ্রেফতার করার পর কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেল পৌনে ৩টায় তাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পরপরই বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক নারী। মামলায় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন। সব শেষ গত বৃহস্পতিবার রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লার বসত বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ