Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাফিয়ে বাড়ছে শনাক্তের সংখ্যা

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৩৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অথচ এর একদিন আগে এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৫৯। সে হিসেবে আগের দিনের তুলনাতেও হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। যা গত ২৬ আগস্টের পর সর্বোচ্চ। এছাড়া সবশেষ ১৪১ দিনের মধ্যে এই প্রথম এক দিনে করোনা শনাক্ত ৪ হাজার ছাড়াল।

নতুন শনাক্তের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ। যা গত ২৯ আগস্টের পর ১৩৮ দিনে সংক্রমণ শনাক্তের সর্বোচ্চ হার। এর একদিন আগে শনাক্তের হার ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। অন্যদিকে নতুন শনাক্ত ও শনাক্তের হার বাড়লেও একই সময়ে করোনায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেলেও তার একদিন আগে এই সংখ্যা ছিল ১২ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ি, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪৪টি। এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ৩০ হাজার ৩৬৬টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৮৭১টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ লাখ ৪১ হাজার ২১৯টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৬ লাখ ৬৬ হাজার ৮৭৩টি।

দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। এর আগের দিন এ সংখ্যা ছিল ৩ হাজার ৩৫৯। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৬ লাখ ৯ হাজার ৪২ জনের শরীরে। পরিসংখ্যান বলছে, এর আগে গত ২৬ আগস্ট দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯৮ জনের শরীরে। এরপর থেকে গত ১৪১ দিনে এই প্রথম এক দিনে সংক্রমণ চার হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টাতে করোনা শনাক্তের হার আরও বেড়ে হয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। যা আগের দিন ছিল ১২ দশমিক শূন্য দশমিক ৩ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। পরিসংখ্যান বলছে, গত ২৯ আগস্ট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ। এরপর গত ১৩৮ দিনে গত ২৪ ঘণ্টাতেই প্রথম শনাক্তের হার ১৪ শতাংশ ছাড়াল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫১ জন। এর একদিন এ সংখ্যা ছিল ৩০২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ। মৃতদের মধ্যে চার নারী, দুই জন পুরুষ। এর মধ্যে পাঁচ জন সরকারি ও এক জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া যে ছয় জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর, ৬১ থেকে ৭০ বছর, ৭১ থেকে ৮০ বছর, ও ৮১ থেকে ৮৯ বছর বয়সী এক জন করে মারা গেছেন। এদিকে, মৃত এই ছয় জনের মধ্যে তিন জন ঢাকা বিভাগের। বাকি তিন জনের মধ্যে দুই জন চট্টগ্রাম ও এক জন রাজশাহী বিভাগের। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ