Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে আরো ২৩ লাখ টিকা দেশে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৩ লাখ ডোজ করোনার টিকা এসেছে দেশে। টিকার এই চালান গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছায়। স্বাস্থ্য অধিদফতরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসে। বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের কিছু কর্মকর্তা। বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হয়। এই টিকা শিক্ষার্থীদের দেয়া হবে।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিয়েছে বাংলাদেশকে। আমেরিকা সর্বশেষ চালানসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৯১ লাখ ডোজ টিকা দিয়েছে। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজারের এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। ভ্যাকসিন দান ও সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ভ্যাকসিন সুবিধার সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দান করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ