Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আলফাডাঙ্গার জনগণ নির্বাচিত করলে আমি পৌরবাসীকে পরিকল্পিত উন্নয়ন উপহার দেবো : সৈয়দ বাশার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ৪:৪৫ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আসরাফ আলী বাশার আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি গতকাল আলফাডাঙ্গা ডাক বাংলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে আমি সবাইকে সঙ্গে নিয়ে পৌরবাসীকে পরিকল্পিত উন্নয়ন উপহার দেব।

পৌর নাগরিকদের দীর্ঘদিনের সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতি দিয়ে আসন্ন আলফাডাঙ্গা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী হতে চান সৈয়দ আসরাফ আলী বাশার। তিনি ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছেন নিয়মিত সেই সঙ্গে করোনাকালেও ছিলেন মানুষের পাশে। সৈয়দ আসরাফ আলী বাশার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিলে আমি আলফাডাঙ্গা পৌরসভার প্রত্যন্ত জনপদ ও নির্বাচনি এলাকায় জনকল্যাণমূলক কাজে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ